• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিজার্ভ চুরির প্রতিবেদনের আগে আগুন সন্দেহজনক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৭, ১৫:৫৬

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগা সন্দেহজনক। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসুর মাহমুদ চৌধুরী।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশ ব্যাংক ভবনে এই সময়ে আগুনের ঘটনা সন্দেহজনক। এ নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। হঠাৎ এমন ঘটনা কেউ সহজভাবে নিতে পারছে না।

তিনি বলেন, রিজার্ভ চুরির ঘটনাও দু ‘ মাস পর মানুষ তা জানতে পেরেছে ফিলিপাইনের পত্রিকায়। ওই ঘটনার তদন্ত হলেও প্রতিবেদন প্রকাশ করছে না।

এদিকে ফিলিপাইন বলেছে বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকজনই রিজার্ভ চুরির সঙ্গে জড়িত। ব্যাংকের ভেতর থেকেই এ কাজ হয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকও একই কথা বলেছে।

বিএনপির এই নেতা বলেন, অনেকের সন্দেহ আছে এই সময় আগুন লাগার কারণ কি? এটাই জনগণের প্রশ্ন। এর জবাব দিতে হবে সরকারকে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়েও মানুষের মনে প্রশ্ন আছে। ওই সফরে তিস্তা চুক্তি আলোচনার বাইরে চলে গেছে। সামরিক চুক্তি নিয়ে কথা হচ্ছে অথচ এটি বাংলাদেশের জনগণের চাহিদা নয়। মানুষের চাহিদা হলো তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা।


আমীর খসরু বলেন, ভারতের সঙ্গে সামরিক চুক্তি হলে সেটি হবে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে। প্রত্যেক দেশের প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব চিন্তা, দর্শন, গোপনীয়তা, কৌশল, অহংকার থাকে। এটা বিনিময়ের কিছু নেই। সবকিছু বিনিময় করতে হলে প্রতিরক্ষা বাহিনী স্বাধীন থাকবে না।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh