• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘হুমকিতে সুন্দরবন-পশুর নদী’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৭, ২১:৩৯

রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রাথমিক প্রকল্পের কাজের কারণে পশুর নদীসহ সুন্দরবন ও আশপাশের এলাকার নদীগুলো হুমকির মুখে পড়েছে। জানালেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির বিশ্ব পানি দিবসের আলোচনায় তিনি এ কথা জানান।

সুলতানা কামাল বলেন, বিজ্ঞানভিত্তিক কোনো ব্যবস্থাপনা পাকাপোক্ত না করেই, জিদের বশেই সরকার এই কাজটা করে যাচ্ছে।

প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, যতোদিন পর্যন্ত এই প্রকল্প বাতিল না হয়, ততোদিন পর্যন্ত আমরা সুন্দরবন রক্ষা কমিটির পক্ষ থেকে অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাবো।

নদী বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করতে সুন্দরবন বাঁচানো সময়ের দাবি। নয়তো রামপালের কারণে অনতিবিলম্বে খুলনা অঞ্চল প্রাকৃতিক ভারসাম্য হারাবে। দাবি আলোচকদের।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh