• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চসিক মেয়র নাছিরকে চিঠি

অনলাইন ডেস্ক
  ১১ আগস্ট ২০১৬, ১৬:৩০

কোন মন্ত্রণালয় ঘুষ চেয়েছে তা জানাতে হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিনকে। তার অভিযোগের ব্যাখ্যা চেয়ে বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চিঠি পাঠয়। মেয়রকে এক সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়।

চিঠিতে বলা হয়, মেয়র নাছিরের কাছে মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ঘুষ চেয়েছেন তার তথ্যপ্রমাণসহ ব্যাখ্যা দিতে হবে। তিনি কিসের ভিত্তিতে এ অভিযোগ করেছেন তা জানা দরকার মন্ত্রণালয়ের।

দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক বলেছিলেন, ‘তিনি (মেয়র) যা বলেছেন আমরা তার কাছে জানতে চাইব, প্রমাণ চাইব।’

বুধবার চট্টগ্রামে এক সভায় নাছির বলেন, ‘দাবি মত’ কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় বরাদ্দ নেমে এসেছে ৮০ কোটি টাকায়। ঘুষ দিলে ৩শ থেকে ৩৫০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যেত।

মেয়র ওই অনুষ্ঠানে বলেন, যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা সিটি করপোরেশনের প্রকল্প পাস করার জন্য একটি নতুন পাজেরো গাড়ি চেয়েছিলেন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh