• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আপাতত হাতিটির ঠিকানা হবে সাফারি পার্ক

অনলাইন ডেস্ক
  ১১ আগস্ট ২০১৬, ১৬:২৪

ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে দূর থেকে চেতনানাশক দেয়ার পর অচেতন হাতিকে পানি থেকে ডাঙায় টেনে তোলে গ্রামবাসী। বৃহস্পতিবার দুপুরে হাতিটিকে চেতনানাশক দেয়া হয়।

এরপর প্রায় ১ কিলোমিটার দৌড়ে হাতিটি একটি জলাশয়ে পড়ে তলিয়ে যাচ্ছিল। তখন দুই থেকে তিন’শ মানুষ জড়ো হয়ে হাতিটিকে টেনে ডাঙায় তোলে বড় কয়েকটি গাছের সঙ্গে বেঁধে রাখে। উদ্ধারকারী দল জানায়, বিকেলের মধ্যে হাতিটির হুঁশ ফেরার কথা।

বন কর্মকর্তারা জানিয়েছেন, হাতিটি উদ্ধারের পর বাংলাদেশের কোনো সাফারি পার্কে নেয়া হবে। পরে গারো পাহাড়ের বনে ছেড়ে দেয়া হবে, যাতে ভারত থেকে আসা হাতির পালের সঙ্গে চলে যেতে পারে।

গেল ২৬ জুন আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে হাতিটি। দেড় মাসেরও বেশি সময় ধরে নদী ও স্থল পথ মিলিয়ে চার জেলায় কয়েকশ কিলোমিটার পাড়ি দিয়ে অনেকটা দুর্বল হয়ে জামালপুরে অবস্থান নিয়েছিল হাতিটি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh