• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী লাইফসাপোর্টে

অনলাইন ডেস্ক
  ১০ আগস্ট ২০১৬, ২০:৫৮

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মাহিতুল ইসলাম লাইফ সাপোর্টে আছেন। তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। এছাড়া তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। ৬৩ বছর বয়সী মাহিতুল ইসলামের সুচিকিৎসার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বুধবার নয় সদস্যের বোর্ড গঠণ করে।

সম্প্রতি মাহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউ'র নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। অবস্থার অবনতি হলে গেল ২৬ জুলাই আইসিইউতে নেয়া হয়, এখন সেখানে চিকিৎসাধীন আছেন।

অ্যানেসথেশিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক জানিয়েছেন, এএফএম মাহিতুল ইসলাম এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তার কিডনির কার্যকারিতা প্রায় শেষ পর্যায়ে। একদিন পর পর ডায়ালাইসিস দেয়া হচ্ছে।

ফুসফুসের সংক্রামক (নিউমোনিয়া) মারাত্মক আকার ধারণ করায় কোন জীবাণুনাশকই ভালোভাবে কাজ করছে না।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh