• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিজ এলাকায় রিকশায় ঘুরলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  ১২ মার্চ ২০১৭, ১৯:৫০

চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে রয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার প্রথম দিন তিনি মিঠামইনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখেন।

ঢাকা শহর বা অন্য কোথাও গেলে বিশেষ গাড়িতেই চড়তে হয় রাষ্ট্রপতিকে। কিন্তু নিজ এলাকা বলে কথা। সেখানে কেটেছে শৈশব-কৈশোর থেকে জীবনের পুরো সময়। মাটি ও মানুষের সঙ্গে যার বন্ধন। সেখানে গেলে মনতো চায়ই একটু খোলা আকাশের দিকে তাকাতে। এলাকার মানুষকে ঘুরে দেখতে। তাই নিজ এলাকা ও এলাকার মানুষকে ঘুরে ঘুরে তিনি দেখলেন রিকশায় চড়ে।

এদিন বেলা সাড়ে ১২ টায় হেলিকপ্টারে মিঠামইন পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়। সেখান থেকে তিনি যান মায়ের নামে প্রতিষ্ঠিত তমিজা খাতুন সরকারি উচ্চ বিদ্যালয়ে। এরপর রাষ্ট্রপতি বেড়িবাঁধ, মিঠামইন বাজারসহ কয়েকটি প্রকল্প ঘুরে দেখেন। কথা বলেন সুধী সমাবেশে। রাত্রি যাপন করবেন নিজ বাড়িতে।

সোমবার ইটনা ও পরের দিন অষ্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি। বুধবার বেলা সাড়ে ১১টায় অষ্টগ্রাম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh