• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ তালগাছটা তাদের রাখতে চায় : মাহবুব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মার্চ ২০১৭, ১৬:৪০

আওয়ামী লীগ সবকিছু বিশ্বাস করে, কিন্তু তালগাছটা তাদের রাখতে চায়। বললেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন এবং সংগঠনটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আওয়ামী লীগ সংবিধানের কথা বলে। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াত মিলে আন্দোলন করায় বিএনপি জনমতের কথা চিন্তা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়। মানুষের দরকারে সংবিধানে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, আসছে সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে। তবে শেখ হাসিনার অধীনে নয়। শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকলে তাতে বিএনপি অংশ নেবে না এবং নির্বাচনও হতে দিবে না।

তিনি আরো বলেন, সরকারের অত্যাচারের কারণে দেশের মানুষ ধৈর্য্যের শেষ পর্যায়ে চলে এসেছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের ডাক দিলে রাজপথ নিশ্চুপ থাকবে না।

আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh