• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে হেরে গেলেও জনগণের রায় প্রভাবিত হবে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মার্চ ২০১৭, ১৫:১৩

জাতীয় নির্বাচনে হেরে গেলেও আওয়ামী লীগ জনগণের রায়কে প্রভাবিত করবে না। বললেন দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকারে প্রধান থাকবেন শেখ হাসিনা। তিনি ভোটে হেরে গেলেও জনমতকে প্রভাবিত করবেন না। এটা আমি ভালো করে জানি। জনগণ যদি না চায় জোর করে ক্ষমতায় আসার মানসিকতা তার নেই। প্রধানমন্ত্রীর অধীনে আসছে জাতীয় নির্বাচনে কমিশন সব ধরনের সহযোগিতা পাবে।

কাদের বলেন, দেশের মানুষকে সুস্থ সুন্দর রাজনীতি উপহার দিতে হলে ভালো মানুষের কোনো বিকল্প নেই। বর্তমানে রাজনীতিতে ভালো মানুষের অনেক অভাব। তবে এখনো কিছু ভালো মানুষ আছে বলেই দেশটা টিকে আছে। সব জায়গায় বিভাজনের দেয়াল তৈরি হচ্ছে। রাজনীতিতে সৌজন্য হারিয়ে গেছে।

তিনি বলেন, এখন দেখি অনেক ছাত্র নেতা বিলাসী জীবন যাপন করেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষকরাও দলীয় রাজনীতির কারণে তাদের আত্মমর্যাদা বিকিয়ে দেন।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh