• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাধীনতাবিরোধীরাই বঙ্গবন্ধুকে হত্যা করে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ১০ আগস্ট ২০১৬, ১১:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। বললেন, এ হত্যাকাণ্ডে স্বাধীনতাবিরোধীরাই জড়িত।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করা হয়।

তিনি বলেন, এ উদ্যোগের মতো মহৎ কিছু হতে পারে না। জাতির পিতাও আমাদের রক্তের ঋণে আবদ্ধ করেছেন। লাখো শহীদ রক্তের ঋণে আবদ্ধ করেছেন। রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচান, মানুষের পাশে দাঁড়ান।

শেখ হাসিনা বলেন, একাত্তরের আগে এদেশের জনগণের কোন অধিকার ছিল না। বঙ্গবন্ধু জনগণের অধিকার আদায়ে কাজ করেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছেন। যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সবাইকে জনগণের জন্য কাজ করতে বলতেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে কাজে লাগিয়ে জনগণের সেবা করব। আমরা জনগণের সেবক।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়