• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিপিবির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলিম

'দেশে উগ্র জঙ্গিবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৭, ১৯:৪৮

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জনসমর্থন হারিয়ে ছলে বলে কৌশলে রাষ্ট্রক্ষমতা আকড়ে ধরতে ব্যস্ত। এ সুযোগে দেশে উগ্র জঙ্গিবাদী শক্তি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। এ অবস্থায় জনগণের স্বার্থে জোরদার লড়াই গড়ে তুলতে সব বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে; বিকল্প বাম ঐক্য গড়তে হবে। বললেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

সোমবার বিকেলে সিপিবির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও লালপতাকা মিছিল কর্মসূচীতে এসব কথা বলেন তিনি।

সেলিম বলেন, দেশের মানুষ বুর্জোয়া রাজনীতির প্রতারণা ও অপশাসনে অতীষ্ঠ। তারা এ যাঁতাকল থেকে মুক্ত হতে চায়। অসহনীয় পরিস্থিতি পরিবর্তনের চ্যালেঞ্জ নিতে হবে বামপন্থীদেরই।

ঢাকা সিপিবি কমিটির সভাপতি কমরেড মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সাজেদুল হক রুবেল, সিপিবির কেন্দ্রীয় নেতা লুনা নূরসহ আরো অনেকে।

সমাবেশ শেষে লালপতাকা মিছিল পল্টন, মতিঝিল ও গুলিস্তানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh