• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে প্রথম শহীদ হন এ দিনে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৭, ১৬:৪২

রংপুরে প্রথম শহীদ শংকু সমাজদারের ৪৭তম প্রয়াণ দিবস ৩ মার্চ। এ উপলক্ষে নগরীতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খানের পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি করার প্রতিবাদে ৩ তারিখ সারাদেশে হরতাল ডাকেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেই হরতালের মিছিলে গিয়ে অবাঙালিদের (বিহারী) ছোঁড়া গুলিতে শহীদ হন শংকু সমাজদার। ওই সময় সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন তিনি। পরবর্তীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণেও রংপুরের কথা বলা হয়।

স্বাধীন বাংলার প্রথম মিছিল হয় রংপুরেই। হরতাল সফল করতে ২ মার্চ রাতে ছাত্রলীগের রংপুর জেলার তৎকালীন সভাপতি রফিকুল ইসলাম গোলাপ সেন্ট্রাল রোডে পাঙ্গা হাউসের ছাদে সভা ডাকেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরদিন সকালে সবাই শহরের জিরো পয়েন্ট কাচারি বাজারে জমায়েত হন। সেখান থেকে এখনকার শাপলা চত্বর অভিমুখে মিছিল বের হলে নিমিষেই হাজারো জনতা যোগ দেন।

মিছিলটি রংপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিল। ঘোড়াপীর মাজারের সামনে গিয়ে দেখতে পান অবাঙালি সরফরাজ খানের বাসায় উর্দুতে লেখা সাইনবোর্ড ঝুলছে। ওই বোর্ড নামাতে যান মিছিলকারী স্কুলছাত্র শংকু সমাজদারসহ ক'জন। তখনই সরফরাজ খানের বাড়ি থেকে চালানো হয় গুলি। শংকুর মাথায় গুলি লাগলে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। অবাঙালির ছোঁড়া গুলি এবং শংকুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সেদিন গোটা শহর রুদ্রমূর্তি ধারণ করে।

এইচএম/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh