• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার আলোচনা ১১ মার্চ

অনলাইন ডেস্ক
  ০২ মার্চ ২০১৭, ২১:২৩

জাতীয় সংসদে ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার সাধারণ আলোচনা হবে ১১ মার্চ।

বৃহস্পতিবার অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দেন।

তিনি জানান, ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা সম্বলিত সংসদে একটি নোটিশ জমা হয়েছে। এর ওপর সাধারণ আলোচনা হবে।

স্পিকার জানান, ৯ মার্চ রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শেষ করা হবে। দশম জাতীয় সংসদের চলতি অধিবেশন ৯ মার্চের পরিবর্তে ১১ শেষ হবে।

গেলো ২২ জানুয়ারি বিকেলে সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় বর্তমান সংসদের চতুর্দশ অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সে সভায় প্রয়োজনে অধিবেশনের সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্পিকার অধিবেশনের মেয়াদ ১১ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh