• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষার্থী নির্যাতনে নর্থ সাউথে বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ১৮:১৬

নিরাপত্তারক্ষীর হাতে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুদিন ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, বিবিএর ছাত্র শাহরিয়ার হাসনাতসহ ক'জন বুধবার দিবাগত রাত ১০টার দিকে অ্যাপোলো হাসপাতালের সামনে মোটরসাইকেল রাখেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধর করা হয় শাহরিয়ারকে।
গুরুতর আহত শাহরিয়ারকে প্রথমে আ্যাপোলোতে পরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

মারধরের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। বৃহস্পতিবার সকালে বসুন্ধরা প্রগতি সরণি অবরোধ করেন শিক্ষার্থীরা। ক্ষোভে কয়েকটি দোকান ভাঙচুর করেন শিক্ষার্থীরা। পরে দুপুর তিনটার দিকে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

ভাটারা থানা পুলিশ বলছে, বিষয়টির সমাধান করা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh