• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৯

পরিবহন ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দিলেন বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে গাবতলীতে শ্রমিক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তাজুল বলেন, দাবি না মেনে নেয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, সংবাদপত্র, অ্যাম্বুলেন্সের মতো জরুরি গাড়ি ছাড়া কোনো রকম গাড়ি চলবে না। চালাতে দেব না।

তিনি বলেন, আমাদের নেতা শাজাহান খান কেবিনেট মন্ত্রী। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললে এটা ২ মিনিটের ব্যাপার। আমাদের দাবি মেনে নিলে শ্রমিকেরা গাড়ি চালাবেন।

বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুস্তম আলী বলেন, যাবজ্জীবন আর ফাঁসির দায় মাথায় নিয়ে আমরা গাড়ি চালাতে পারব না। যতক্ষণ না আইন বাতিল ও দণ্ডিত চালকদের মুক্তি দেয়া না হবে ততক্ষণ এ আন্দোলন চলবে।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh