• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আইন মানলে সড়ক দুর্ঘটনা কমবে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৯

আমি ক্ষমতায় থাকার সময় পরিবহন ড্রাইভারের অবহেলার কারণে কোনো মানুষের মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান করেছিলাম। পরবর্তীতে সে আইন রাখতে পারে নাই। বর্তমান আইনে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, এখন যাবজ্জীবন আইনও যে বহাল থাকবে তা নিয়ে সন্দেহ আছে। সড়ক দুর্ঘটনা রোধে সরকার যে আইন করেছে তা থেকে সরে আসা যাবে না। আইন বাস্তবায়ন করতে পারলে সড়ক দুর্ঘটনার হার অনেক কমবে।

তিনি বলেন, ধর্মঘট করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে মানুষের কল্যাণ হয় না। তিনি অবিলম্বে ধর্মঘট প্রত্যাহার করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

এরশাদ বলেন, দেশে যারা প্রতিহিংসার রাজনীতি চালু করেছিল তাদের অবস্থা আজ নিঃশেষ হতে চলেছে। অতীতে জাতীয় পার্টির সরকারের আমলে যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তার জন্য জনগণ ভবিষ্যতে আবার জাতীয় পাটিকে ক্ষমতায় আনবে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh