• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনা জাগাতে হবে’

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৫

বই পড়ার মাধ্যমে সবার মধ্যে বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা জাগিয়ে তুলতে হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলার যুবজাগরণ স্টলে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ‘বদলে যাওয়া বাংলাদেশের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

আসছে নির্বাচনে অশুভশক্তিকে পরাজিত করতে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এ নির্বাচন হবে অশুভশক্তিকে পরাজিত করার লড়াই। ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই। জ্বালাও-পোড়াও’র বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লড়াই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনো চক্রান্ত হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সৈয়দ আশিক রহমান মুক্তিযুদ্ধ ও বাঙালির গৌরবোজ্জ্বল স্বাধীনতার দিনগুলোর কথা নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh