• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উদ্দেশ্য ঠিক নেই আওয়ামী লীগের : খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫৫

আওয়ামী লীগের উদ্দেশ্য ঠিক নেই। যদি তাদের উদ্দেশ্য ঠিক থাকতো তাহলে তারা একটি নিরপেক্ষ ইসি গঠন করতো। বিতর্কিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার বানাতো না। বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান খালেদা জিয়া। এ সময় তিনি এ সব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, গঠিত এই নির্বাচন কমিশন মধ্যে দিয়ে বোঝা যায় আওয়ামী লীগের মতলব ভালো না। আসছে নির্বাচনে জয়ী হতেই তাকে নিয়োগ দেয়া হয়েছে। কাজেই নির্বাচন কমিশনের অধীনে সঠিক নির্বাচন হবে না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী শক্তির বিজয় হয় হবে। চোরা পথে নয়, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

বিএনপির চেয়ারপারসন বলেন, 'গ্যাসের দাম এদের আমলেই পাঁচ দফা বাড়ল। আবার বলছে বিদ্যুতের দাম বাড়াবে। মানুষ তো বিদ্যুৎ ও গ্যাসের বিল দিতেই শেষ হয়ে যাবে।'

তিনি অভিযোগ করেন, গ্যাসের দাম বাড়াচ্ছে কিন্তু গ্যাসের পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গ্যাসের প্রেসার এত কম থাকে তা দিয়ে রান্না করাই মুশকিল হয়ে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নবনির্বাচিত ঢাকা বার আইনজীবী সমিতি’র সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম খান বাচ্চু।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh